শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়।এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮০ রান করেছে চিটাগং কিংস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগং কিংসে সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৯৩ রান।ইমন ৪৯ ও নাফে ৪১ রানে ব্যাট করছেন ।
পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা।শিরোপা ধরে রাখতে পারলে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির পর তৃতীয় সর্বোচ্চ (দু’বার) ট্রফি জয়ের নজির গড়বে বরিশাল। কুমিল্লা চারবার ও ঢাকা তিনবার শিরোপা জিতেছে।
রংপুর, রাজশাহী ও বরিশাল একবার করে বিপিএল ট্রফি জিতেছে। ২০১৩ সালে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায় চট্টগ্রাম কিংস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :