AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যে পুরস্কার পেলেন রোহিতরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৪ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যে পুরস্কার পেলেন রোহিতরা

রোহিত শর্মাদের হাতে কদিন আগেই বিসিসিআইয়ের তরফ থেকে নমন আওয়ার্ডস বিতরণের দিন পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। বিভিন্ন বিভাগ অনুযায়ী ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়েছিল। যেমন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান জানানো হয়। একই সঙ্গে অসাধারণ ক্যারিয়ারের জন্য রবিচন্দ্রন অশ্বিনকেও সম্মানিত করা হয়েছিল।

বিসিসিআইয়ের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জসপ্রিত বুমরাহ, স্মৃতি মন্ধনাদের পুরস্কৃত করা হয়েছিল। একই সঙ্গে ২০২৪ টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যদেরও সেই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছিল। টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন তারকাই উপস্থিত ছিলেন সেদিনের জমকালো অনুষ্ঠানে, ছিলেন না কোহলি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে নমন আওয়ার্ডসের মঞ্চে টি২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের ঠিক কি পুরস্কার দেওয়া হয়েছিল, তাই জানাল বিসিসিআই। শুক্রবার বোর্ডের তরফ থেকে এক ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে রোহিত - গিলদের পুরস্কার স্বরূপ দেওয়া রিং বা আংটির ছবি দেখা যাচ্ছে। সেই রিং-এ রয়েছে অভিনবত্বের ছোঁয়া।

বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, টি২০ বিশ্বকাপজয়ীদের একটা কালছে রঙের রিং প্রদান করা হয়েছে, যার ভিতরে রয়েছে অশোক চক্র, সঙ্গে রয়েছে হীরে । আর সেই অশোক চক্রের পাশ থেকে লেখা আছে ‍‍` ইন্ডিয়া টি২০ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নস ‍‍`। প্রত্যেক ক্রিকেটারের নম্বরও রয়েছে সেই রিংয়ে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে রোহিত শর্মারা ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটান। সেই ম্যাচের সেরা হলেও রঞ্জির ম্যাচ থাকায় বিসিসিআইয়ের পুরস্কার নিতে উপস্থিত থাকতে পারেননি বিরাট কোহলি। ১৫ সদস্যের দলের মধ্যে ৯জন সেই অনুষ্ঠানে হাজির হয়।

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!