AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিব-মাশরাফিকে স্মরণ করে যা বললেন তামিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:০২ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
সাকিব-মাশরাফিকে স্মরণ করে যা বললেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উঁচিয়ে ধরলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে ফাইনাল শেষে জয়ের আনন্দ ছাপিয়ে গেছে বিদায়ের বেদনাতে। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বড় পর্দায় তামিমের ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। সতীর্থরা শেয়ার করেন তার সঙ্গে কাটানো স্মৃতি। কেউ বললেন ড্রেসিংরুম ভাগ না করতে পারার আক্ষেপের কথা, কেউ জানালেন তাকে কাছ থেকে দেখার সৌভাগ্যের কথা।   

অনুষ্ঠানে প্রিয় বন্ধু মুশফিকুর রহিম ও দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ তামিমকে নিয়ে আবেগঘন কথা বলেন। মাহমুদউল্লাহ তাকে ব্যাখ্যা করেন ‘ক্যারিশম্যাটিক’ এক শব্দে, আর মুশফিকের চোখে তামিমই বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান।

তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের কথা বিপিএল ফাইনালের পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবারের সঙ্গে মঞ্চে উঠে তামিম নিজের শুরুর গল্প বলেন, স্মরণ করেন প্রয়াত বাবা ইকবাল খানকে। ১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ের উদযাপন দেখেই ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তামিম জানান, চট্টগ্রামে বসেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে তার বিদায়ী বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল ভক্তদের উদ্দেশে। তিনি বলেন, তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক। নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। দয়া করে এটা থামান। আমরা যে কারও সমর্থক হতে পারি, কিন্তু সবাই বাংলাদেশি।

তিনি আরো বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ভক্ত। কিন্তু যখন দল খেলবে, তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে, কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল। দয়া করে সবাই একসঙ্গে থাকুন।’

তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকীও কথা বলেন মঞ্চে। জানালেন, এবার তামিম পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন।

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!