AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিম ইকবালকে বিসিবির বিদায়ী সংবর্ধনা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:০০ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
তামিম ইকবালকে বিসিবির বিদায়ী সংবর্ধনা

দেশসেরা ওপেনার তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মাঝ পথেই জাতীয় দলে ফেরার সম্ভাবনার ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম।চলতি  বিপিএলের ফাইনাল শেষে মূল পুরস্কার বিতরণীর আগে তামিম ইকবালকে সংবর্ধনা দেয় বিসিবি।

অনুষ্ঠানের শুরুতে জায়ান্ট স্ক্রিনে তামিম ইকবালকে নিয়ে তৈরি একটি বিশেষ ভিডিও দেখানো হয়। এতে জাতীয় দলের তরুণ ক্রিকেটার জাকির হোসেন, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি তার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া, তামিমের একসময়ের সতীর্থ ও বর্তমানে কোচ মোহাম্মদ আশরাফুলও স্মৃতিচারণ করেন। 

এরপর তামিমকে ডেকে নেয়া হয় তার দীর্ঘদিনের দুই সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে। তামিমের স্ত্রী ও দুই সন্তানও ছিলেন তার পাশে। বিসিবির পক্ষ থেকে তাকে দেয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সংবলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট।

তার হাতে স্মারক জার্সি এবং ক্রেস্ট তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। মঞ্চে এসময় উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে ১৫,১৯২ রান রয়েছে তামিম ইকবালের ঝুলিতে। তার ঝুলিতে রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক স্বর্ণযুগের অবসান ঘটিয়ে বিদায় নিলেন দেশসেরা এই ওপেনার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!