সৌদি প্রো লিগে রোনালদোর গোলে আল ফেইহার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আল নাসর। তবে অ্যান্টন ভিলা থেকে আসা কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান অভিষেক ম্যাচেই করেছেন জোড়া গোল।
শুক্রবার ঘরের মাঠ আল আওয়াল পার্কে ২২ মিনিটে প্রথম গোল করে আল নাসর। ৪০তম জন্মদিন উদযাপনের পরে এটিই পর্তুগিজ তারকা রোনালদোর প্রথম গোল এবং আল নাসরের প্রথম জয়।
ম্যাচে কলম্বিয়ান ফরোয়ার্ড ডুরান কাছ থেকে ফিনিশিং করে আল নাসরের হয়ে নিজের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে (৭২ মিনিটে) তিনি সাদিও মানের ক্রস থেকে আরও এক গোল করেন। এতে ২-০ তে এগিয়ে যায় আল নাসর।

এর ২ মিনিট পরই গোল উৎসবে যোগ দেন রোনালদো। পর্তুগিজ তারকা একটি ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান। এ জয়ের মাধ্যমে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। তবে শীর্ষ থাকা আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে ।১৯ ম্যাচ খেলে আল নাসরের পয়েন্ট ৪১।আর সমান ম্যাচ খেলে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :