বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে নিয়েছে ফরচুন বরিশাল। গতকাল অনুষ্ঠিত ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট নিজেদের মাথায় রাখে তামিম ইকবালের দল।
এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল বিপিএলের ইতিহাসে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে।
শিরোপা জয়কে স্মরণীয় করে রাখতে দলের প্রতিটি সদস্যদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছে ফরচুন বরিশালের মালিকপক্ষ। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন গ্রুপ।
ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের প্রত্যেক সদস্যের কাছে ইতোমধ্যে আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে।
শিরোপার সঙ্গে আর্থিক পুরস্কারও অর্জন করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। চ্যাম্পিয়ন দল হিসেবে তারা পেয়েছে আড়াই কোটি টাকা প্রাইজমানি। অন্যদিকে, রানার্সআপ চিটাগাং কিংসের জন্য বরাদ্দ ছিল দেড় কোটি টাকা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :