AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশের কাবাডি দল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৯ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশের কাবাডি দল

কয়েক দিন আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব পেয়েই টেস্ট সিরিজ আয়োজন করছে কমিটির সদস্যরা।যেখানে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাকে নির্ধারণ করেছিল কাবাডি ফেডারেশন। তবে বদলে গেছে প্রতিপক্ষ, শ্রীলঙ্কা নয় নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

মূলত, শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশন ফেব্রুয়ারিতে খেলতে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন নেপালের সঙ্গে যোগাযোগ করে। নেপাল ফেব্রুয়ারিতেই আসতে রাজি হয়েছে।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশনের অধিকাংশ খেলোয়াড় সার্ভিসেস সংস্থার। এ সময়ে তাদের আসা খানিকটা কষ্টকর হওয়ায় তারা এপ্রিলে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। নেপাল পুরুষ দল ঢাকায় আসছে ফেব্রুয়ারিতে আর আমাদের নারী দলকে নেপালে গিয়ে খেলার আমন্ত্রণ জানিয়েছে।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে নেপাল কাবাডি দল। ২৮ ফেব্রুয়ারী ঢাকা ত্যাগ করবে। এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পল্টন ময়দানে।কাবাডি স্টেডিয়ামে রাষ্ট্রীয় কাজে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করায় এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আগামীকাল থেকে পল্টন ময়দান কাবাডি কোর্ট স্থাপন ও প্রয়োজনীয় সজ্জার কাজ শুরু হবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!