AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ফার্গুসন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১৬ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ফার্গুসন

ইনজুরির কারণে পাকিস্তানের মাটিতে  ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে নিউজিল্যান্ড পেসার লুকি ফার্গুসনের।সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ফার্গুসন। ইনজুরি কতটা গুরুতর সেটি দেখার জন্য স্ক্যান করা হয়েছে। স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসকদের পরামর্শের অপেক্ষায় নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

ফার্গুসন ছিটকে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা হবে নিউজিল্যান্ডের জন্য। কিন্তু ফার্গুসনকে পাওয়ার বিষয়ে আশাবাদি নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।

তিনি বলেন, ‘আরব আমিরাতে ফার্গুসনের ইনজুরির স্ক্যান করা হয়েছে। আমরা রিপোর্ট পেয়েছি এবং দলের চিকিৎসক কী বলেন সেটার অপেক্ষায় আছি। খুব বড় ইনজুরি নয় বলে মনে হচ্ছে। রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ফার্গুসনকে পাকিস্তান সিরিজে খেলানো হবে কি-না বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার বদলি দেওয়া হবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড দলে সবচেয়ে অভিজ্ঞ পেসার ৩৩ বছর বয়সী ফার্গুসন। ৬৫ ওয়ানডেতে ৯৯ উইকেট আছে তার। ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৪টি উইকেট শিকার করেছেন তিনি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান।

টুর্নামেন্টের উদ্বোধনী দিন করাচিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এরপর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে এবং ২ মার্চ ভারতের বিপক্ষে খেলতে নামবে কিউইরা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!