AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএ টোয়েন্টির শিরোপা জিতল কেপটাউন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
এসএ টোয়েন্টির শিরোপা জিতল কেপটাউন

এসএ টোয়েন্টির ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এমআই কেপটাউন। শনিবার (৮ ফেব্রুয়ারি) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রশিদ খানের দল।  

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এমআই কেপটাউন। ওপেনিং জুটিতে ৫১ রান তুলে ভালো শুরু পায় দলটি। রায়ান রিকেলটন ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, তবে রিজা হ্যান্ডরিকস শূন্য রানে বিদায় নেন। অপর ওপেনার র‍্যাসি ভ্যান ডার ডুসেন ২৫ বলে ২৩ রান করেন।

মাঝের ওভারে জর্জ লিন্ডে ১৪ বলে ২০ রান করে আউট হন। তবে শেষদিকে কনর এস্টারহুইজেন ও ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাটে চড়ে বড় সংগ্রহ পায় কেপটাউন। এস্টারহুইজেন ২৬ বলে ৩৯ এবং ব্রেভিস ১৮ বলে ৩৮ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে তারা।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে সানরাইজার্স ইস্টার্ন কেপ। জন অ্যাবেল ২৫ বলে ৩০, টনি ডি জর্জি ২৩ বলে ২৬ এবং ক্রিস্টান স্টাবস ১৫ বলে ১৫ রান করলেও বাকিরা দুই অঙ্কের ঘর পেরোতে ব্যর্থ হন। পুরো দল ১৮.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায়।

কেপটাউনের হয়ে বোলিংয়ে সবচেয়ে বেশি সফল ছিলেন কাগিসো রাবাদা। তিনি ২৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। ট্রেন্ট বোল্ট ৯ রান খরচায় ২ উইকেট নেন, আর জর্জ লিন্ডে ২০ রানে ২ উইকেট দখল করেন। তাদের দুর্দান্ত বোলিংয়েই বড় জয় নিশ্চিত করে এমআই কেপটাউন।

এই জয়ের মাধ্যমে এসএ টোয়েন্টিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রশিদ খানের নেতৃত্বাধীন এমআই কেপটাউন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!