AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিম্বাবুয়েকে হারিয়ে আয়ারল্যান্ডের হ্যাটট্রিক টেস্ট জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
জিম্বাবুয়েকে হারিয়ে আয়ারল্যান্ডের হ্যাটট্রিক টেস্ট জয়

টেস্ট ক্রিকেটে হ্যাটট্টিক জয়ের স্বাদ পেয়েছে আয়ারল্যান্ড। সিরিজের একমাত্র টেস্টে আজ জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই নিয়ে টানা তৃতীয় টেস্ট জিতলো আইরিশরা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানকে ৬ উইকেটে এবং একই বছরের জুলাইয়ে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছিলো আইরিশরা।

২০১৮ সালের মে মাসে টেস্টে অভিষেকের পর টানা ৭ ম্যাচ হারে আয়ারল্যান্ড। এরপর টানা তিন টেস্টে জয় পেল আইরিশরা।

বুলাওয়েতে টেস্ট জয়ের জন্য চতুর্থ দিন জিম্বাবুয়েকে ২৯২ রানের টার্গেট ছুঁড়ে দেয় আয়ারল্যান্ড। জবাবে দিন শেষে ৭ উইকেটে ১৮৩ রান করেছিলো জিম্বাবুয়ে। ৩ উইকেট হাতে নিয়ে আরও ১০৯ রান দরকার পড়ে স্বাগতিকদের। ওয়েসলি মাধভেরে ৬১ ও নিউমান নিয়ামহুরি ৫ রানে অপরাজিত ছিলেন।

পঞ্চম ও শেষ দিন নিয়ামহুরি ৮ রানে থামলেও এক প্রান্ত আগলে জিম্বাবুয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মাধভেরে। তবে দলীয় ২১৮ রানে মাধভেরেকে শিকার করে আয়ারল্যান্ডের জয়ের পথ সহজ করেন বাঁ-হাতি স্পিনার ম্যাথু হামফ্রেজ।

শেষ পর্যন্ত ২২৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের হামফ্রেজ ৫৭ রানে ৬ উইকেট নেন। ৩ ম্যাচের ক্যারিয়ারে এটিই সেরা বোলিং হামফ্রেজের। এমনকি টেস্টে আয়ারল্যান্ডের কোন বোলারেরও এটি সেরা বোলিং ফিগার।

দুই ইনিংসে যথাক্রমে ৯০ ও ১৬ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এন্ডি ম্যাকব্রিন। ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ২৬০ ও ২৯৮ রান কওে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ২৬৭ রান করেছিলো জিম্বাবুয়ে।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে দু’দল। 
 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!