AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উইলিয়ামসনের সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১০ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
উইলিয়ামসনের সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কির সেঞ্চুরি ম্লান করে দুর্দান্ত শতকে নিউজিল্যান্ডকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তুললেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। লাহোরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছিলো নিউজিল্যান্ড। ফলে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করলো কিউইরা।   

ওয়ানডেতে অভিষেকেই সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েন ব্রিটস্কি। ওপেনার হিসেবে নেমে ১১টি চার ও ৫টি ছক্কায় ১৪৮ বলে ১৫০ রান করেন তিনি। ব্রিটস্কির রেকর্ড সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে জেসন স্মিথের সাথে ৯৩ ও চতুর্থ উইকেটে ওয়াইন মুল্ডারের সাথে ১৩১ রানের জুটি গড়েন ব্রিটস্কি। বল হাতে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার উইল ইয়ং ১৯ রানে থামলেও, দ্বিতীয় উইকেটে ১৫৫ বলে ১৮৭ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইলিয়ামসন। ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোন উইকেটে নিউজিল্যান্ডের এটি সর্বোচ্চ জুটি। কনওয়ে ৯৭ রানে থামলেও, ওয়ানডেতে ১৪তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। পাঁচ বছর ও ২১ ইনিংস পর ওয়ানডে সেঞ্চুরি পেলেন তিনি।

মিডল অর্ডারে ড্যারিল মিচেল ১০ ও টম লাথাম শূন্যতে ফিরলে গ্লেন ফিলিপসকে নিয়ে ৮ বল বাকী থাকতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন উইলিয়ামসন। এর সুবাদে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়লো নিউজিল্যান্ড। ১৩টি চার ও ২টি ছক্কায় উইলিয়ামসন ১১৩ বলে ১৩৩ এবং ফিলিপস ২৮ রানে অপরাজিত থাকেন।

আগামী ১২ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচের বিজয়ী দল ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!