৩৬ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিদ্রোহীদের কাগজও তৈরি আছে। তারা চাইলে যেকোনো সময় চুক্তি করতে পারেন। মোট ৫৫ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছে বাফুফের। যদিও এ নিয়ে এখনও সরাসরি কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি ফেডারেশন।
২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাফুফের চুক্তির আওতায় ছিলেন ৩১ ফুটবলার। সেই ৩১ জনের মধ্যে আনাই মুঘিনি এবার ক্যাম্পে আসেননি। বাকি ৩০ জনের মধ্যে সাবিনা, সানজিদা, কৃষ্ণাসহ মোট ১৮ জন কোচ বাটলারের অনুশীলন বর্জন করে চলছেন। সিনিয়র দলে থাকা ১২ জনের সঙ্গে বিকেএসপি ও আর্মিতে থাকা বয়সভিত্তিক খেলোয়াড়দের ক্যাম্পে উঠিয়েছে বাফুফে। আজ চুক্তিবদ্ধ হওয়া ৩৬ জনের প্রায় সবাই জুনিয়র ফুটবলার।
বিদ্রোহী ১৮ ফুটবলারের বাফুফের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি। তাদের চুক্তিপত্রও নাকি প্রস্তুত রয়েছে, তারা যদি বাটলারের অধীনে অনুশীলনে ফিরেন, তখন তারা এই চুক্তির আওতায় আসবে বলে জানা গেছে ফেডারেশনের এক ঘনিষ্ঠ সূত্রে। তবে সাবিনারা এখনও বাটলারকে বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। সমস্যা সমাধানের আগেই বাফুফের এই কর্মকাণ্ডে আরও হতাশ হয়েছেন তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :