AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুনিয়র বালক ও বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:০৩ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
জুনিয়র বালক ও বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব।তারই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপি জুনিয়র (অনূর্ধ্ব-১৯) বালক ও বালিকা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শেষ  হয়েছে।

টুর্নামেন্টের ফাইনালে আজ  বালক বিভাগে ফুয়াদ হাসান ফারদিল ২১-১৩, ২১-১৫ পয়েন্টে হারিয়েছেন মো. আব্দুল্লা আল সিয়ামকে। বালিকা বিভাগে এস কে পৃথা ১৫-২১, ২১-১১, ২১-১২ পয়েন্টে হারিয়েছেন আফিফা খান অরিনকে।

ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম এবং পরপর চারবার (১৯৭৫-৭৮) জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন রুমানা আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন (দ্বৈত বিভাগ) নাসরিন আলম বাবলী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানা। এছাড়াও অন্যান্য অতিথি ও ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!