AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ বছর বয়সী বাংলাদেশি ক্রিকেটারের অবসর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৫৪ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
২১ বছর বয়সী বাংলাদেশি ক্রিকেটারের অবসর

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপাজয়ী দলের গর্বিত সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। তবে ক্রিকেট ক্যারিয়ারে প্রত্যাশিত ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। শারীরিক ফিটনেসের সঙ্গে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন খুলনার এই ক্রিকেটার। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান নাবিল। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাঠে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য। গত ছয় মাস ধরে অবসরের ব্যাপারে ভাবছিলেন তিনি এবং তিন মাস আগেই বিষয়টি নির্বাচকদের জানিয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলে গেলেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি নাবিল। ব্যাট হাতে ফর্মে ফেরার চেষ্টার মাঝেই তিনি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই তরুণ ব্যাটার এবং নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন।

নাবিল শেষবার মাঠে নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে। এর আগে ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের এবং খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলেন তিনি। প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ রান এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি ওপেনার নাবিল।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সম্ভাবনার ঝলক দেখালেও, শারীরিক অসুস্থতার কারণে ক্রিকেটকে বিদায় জানাতে হলো ২১ বছর বয়সী


একুশে সংবাদ/ এস কে

Link copied!