AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতল পাকিস্তান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৩ এএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ঘরের মাঠে চমকপ্রদ ক্রিকেট উপহার দেয় পাকিস্তান। তারা বুধবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরাট রানের ইনিংস তাড়া করতে নেমে জয় তুলে নেয়।করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ৩৫২ রান। তেম্বা বাভুমা ৮২, ম্যাথিউ ব্রিৎজকে ৮৩ ও এনরিখ ক্লাসেন ৮৭ রান করেন।   

পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১২২ রান করে অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। ১৩৪ রান করে আউট হন সালমান আঘা। 

উল্লেখযোগ্য বিষয় হলো এই জয়ের পথে পাকিস্তান অন্তত ১০টি দুর্দান্ত রেকর্ড গড়ে।   

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ১০টি বিরাট রেকর্ড
১. নিজেদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান। এর আগে লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪৯ রানের টার্গেটে পৌঁছে ম্যাচ জয় ছিল পাকিস্তানের সর্বকালীন রেকর্ড।

২. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর কোনও দল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এত রান (৩৫২) তাড়া করে ম্যাচ জিততে পারেনি। সেদিক থেকেও সর্বকালীন রেকর্ড গড়ে পাকিস্তান। 

৩. করাচির ৪ উইকেটে ৩৫৫ রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ দলগত ইনিংস।

৪. বুধবার করাচিতে মহম্মদ রিজওয়ান ও সালমান আঘা ২৬০ রানের পার্টনারশিপ গড়েন। একদিনের আন্তর্জাতির ক্রিকেটে চতুর্থ উইকেটের জুটিতে পাকিস্তানের এটিই সর্বোচ্চ পার্টনারশিপ।

৫. করাচির ন্যাশনাল স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও উইকেটের জুটিতে সব থেকে বেশি রানের পার্টনারশিপের রেকর্ড গড়েন রিজওয়ান ও সালমান। 

৬. মহম্মদ রিজওয়ানের অপরাজিত ১২২ রান পরে ব্যাট করে জেতা ম্যাচে কোনও পাক অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

৭. এই প্রথম একটি ওয়ান ডে ম্যাচে ব্যাটিং অর্ডারের চার ও তারও নীচের দুই পাক ব্যাটার এক সঙ্গে শতরান করেন।

৮. এই প্রথম পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কোনও ওয়ান ডে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭০০-র বেশি (৭০৭) রান ওঠে।

৯. পাকিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বা তারও নীচে ব্যাট করতে নেমে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েন সালমান আঘা (১৩৪)।

১০. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করতে নেমে কোনও উইকেটকিপার ক্যাপ্টেন রিজওয়ানের থেকে (অপরাজিত ১২২) বেশি রান করতে পারেননি। 

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!