AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার শেষ হয়েছে এক দিনের সিরিজ। ৩-০ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার দল। এ বার তারা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যা শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। সেই প্রতিযোগিতায় নামার আগে কি কোনও প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতেরা?  

যে কোনও আইসিসি প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারী দলগুলি সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। গ্রুপ পর্বে মুখোমুখি হবে না, এমন দলের বিরুদ্ধেই সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলা হয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের কোনও প্রস্তুতি ম্যাচ খেলার কথা আপাতত নেই। তারা সরাসরি ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে।    

এ বার অনেক দলই প্রস্তুতি ম্যাচ খেলছে না। আয়োজক দেশ পাকিস্তানও তার মধ্যে রয়েছে। ত্রিদেশীয় সিরিজ খেলেই প্রস্তুতি সারছে তারা। পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকেও প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা যাবে না। অর্থাৎ আটটি দলের মধ্যে চারটি দলই প্রস্তুতি ম্যাচ খেলবে না। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা যাবে।   

পাকিস্তান নিজেরা প্রস্তুতি ম্যাচ না খেললেও তিনটি পাকিস্তান ‘এ’ দল (পাকিস্তান শাহিন্‌স) তৈরি করা হয়েছে। তারা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ছাড়া, নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচই অংশগ্রহণকারী দু’টি দেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। লাহোর, করাচি এবং দুবাইয়ে হবে সব প্রস্তুতি ম্যাচ।

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম কোনও আইসিসি প্রতিযোগিতা খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে না ভারত। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা।

প্রস্তুতি ম্যাচের সূচি

১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিন্‌স বনাম আফগানিস্তান, লাহোর

১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, করাচি 

১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিন্‌স বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি

১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিন্‌স বনাম বাংলাদেশ, দুবাই

 

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

Link copied!