AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ভারত

ওপেনার শুভমান গিলের সেঞ্চুরিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে  স্বাগতিক ভারত।গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। সিরিজের প্রথম দুই ম্যাচই ৪ উইকেটে জিতেছিলো টিম ইন্ডিয়া। এর মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ভালোভাবেই সাড়লো ভারত। 

আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। ১ রানে আউট হন আগের ম্যাচে সেঞ্চুরি করা রোহিত।

এরপর বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের সাথে যথাক্রমে- ১১৬ ও ১০৪ রানের জুটি গড়েন গিল। কোহলি ৫২ ও আইয়ার ৭৮ রানে থামলেও ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি তুলে নেন গিল। শেষ পর্যন্ত ১৪টি চার ও ৩টি ছক্কায় ১০২ বলে ১১২ রান করেন গিল।

পরের দিকে লোকেশ রাহুলের ২৯ বলে ৪০, হার্ডিক পান্ডিয়ার ১৭, ওয়াশিংটন সুন্দরের ১৪, অক্ষর প্যাটেল ও হার্ষিত রানার ১৩ রানের সুবাদে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। ওয়ানডে ক্রিকেটে  ইংল্যান্ডের বিপক্ষে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ রান টিম ইন্ডিয়ার।ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৬৪ রানে ৪ উইকেট নেন।

৩৫৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান উঠলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন ইংল্যান্ডের উপরের সারির ব্যাটাররা। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দুই ওপেনার ফিল সল্ট ২৩, বেন ডাকেট ৩৪ ও টম ব্যান্টন ৩৮ রান করেন।

মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর আট নম্বরে নামা গাস অ্যাটকিনসন ১৯ বলে ৩৮ রান করেন। ভারতের বোলারদের তোপে শেষ পর্যন্ত ৩৪ দশমিক ২ ওভারে ২১৪ রানে অলআউট ইংল্যান্ড।ভারতের আর্শদীপ সিং, রানা, প্যাটেল ও হার্ডিক ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন ভারতের গিল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!