AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গিলকে টপকে বিশেষ পুরস্কার জিতলেন শ্রেয়স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
গিলকে টপকে বিশেষ পুরস্কার জিতলেন শ্রেয়স

জাতীয় দলের বাইরে থাকতে হলেও রান করা থেকে বিরাম ছিল না শ্রেয়স আইয়ারের। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে ধারাবাহিকভাবে রান করেন তিনি। তিন ফর্ম্য়াটেই কার্যত একই মেজাজে দেখা যায় শ্রেয়সকে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের দলে ফেরেন তিনি। পুনরায় জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরেন শ্রেয়স।   

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দু‍‍`দলের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৮১ রান সংগ্রহ করেন শ্রেয়স। তিনি নাগপুরের প্রথম ওয়ান ডে ম্যাচে ৫৯ রান করে সাজঘরে ফেরেন। কটকের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শ্রেয়স করেন ৪৪ রান। আমদাবাদের তৃতীয় ওয়ান ডে ম্যাচে শ্রেয়সের সংগ্রহ ৭৮ রান।

তবে শুধু ব্যাট হাতেই নয়, সিরিজে ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আইয়ার। সেই সুবাদে তিনি জিতে নেন সিরিজের ইমপ্যাক্ট ফিল্ডারের মেডেল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতের সার্বিক গ্রাউন্ড ফিল্ডিং হয় দুর্দান্ত। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শরীর ফেলে বেশ কিছু রান বাঁচান ভারতীয় ক্রিকেটাররা। ফলে ইংল্যান্ডের ব্যাটারদের পক্ষে রান সংগ্রহ করা কঠিন হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে ভারতীয় ফিল্ডাররা দুর্দান্ত কিছু ক্যাচও ধরেন। ব্রিটিশ ব্যাটারদের রান-আউট করার ক্ষেত্রেও ভারতীয় ফিল্ডাররা ক্ষিপ্রতা দেখান।

ভারতীয় দল প্রতি সিরিজের শেষে দলের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করার রীতি চালু করেছে বেশ কিছুদিন হয়ে গেল। সেই মতোই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সেরা ফিল্ডারের জন্য ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ শুরুতেই মনোনীত করেন নবাগত পেসার হর্ষিত রানাকে। সেই সঙ্গে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ৩টি ক্যাচ ধরার জন্য বেস্ট ফিল্ডারের পুরস্কারের জন্য মনোনীত হন শুভমন গিল।

তবে টি দিলীপ স্পষ্ট জানান যে, শুধু দারুণ ক্যাচ ধরাই ফিল্ডিংয়ের শেষ কথা নয়। বরং বাউন্ডারি লাইনে দলের জন্য রান বাঁচানো, গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটারদের রান-আউট করা প্রভৃতি বিষয়গুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই সেরা ফিল্ডারের পুরস্কারের জন্য মনোনীত হন শ্রেয়স আইয়ার। শেষমেশ বাজিমাত করেন শ্রেয়স। অর্থাৎ, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতের সেরা ফিল্ডার নির্বাচিত হন শ্রেয়স।

ভারতের ফিল্ডিং কোচ ইমপ্যাক্ট ফিল্ডারের মেডেল প্রদানের জন্য ডেকে নেন শুভমন গিলকে। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন শ্রেয়সের গলায় মেডেল পরিয়ে দেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!