দঃ আফ্রিকার সাবেক খেলোয়াড় হার্শাল গিবস পাকিস্তানের বাবর আজমের ইংরেজি বলা নিয়ে এবার মজা করলেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান দল ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়। ঘরের মাঠে সেই সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। এরই মধ্যে বাবর আজমের ব্যাটিং টেকনিক শুধরে দেওয়া নিয়ে কথা বলতে গিয়ে হার্শাল গিবস পাল্টা পাক তারকাকেই ছোট করেন।
সম্প্রতি অফ ফর্মের মধ্যে থাকা বাবর আজমকে ফর্মে ফেরাতে এক ক্রিকেটভক্ত আবেদন জানিয়েছিলেন হার্শাল গিবসের কাছে। প্রোটিয়াদের টপ অর্ডারের ব্যাটারের কাছে সেই ভক্ত আর্জি জানান যাতে পাক তারকা বাবরকে গিবস কিছু টিপস দেন, ক্রিকেটের টেকনিক্যাল বিষয় নিয়ে। যাতে তার খেলার উন্নতি হয় এবং তিনি ছন্দে থাকেন।
তখন প্রোটিয়াদের সাবেক ক্রিকেটার গিবস বলেন, ‘আমার মনে হয়ে বাবরের সঙ্গে একটা ভাষাগত সমস্যা তৈরি হতে পারে। কারণ তোমরা জানো যে ওর ইংরেজি খুব একটা ভালো নয়। তাই ওর সঙ্গে কথা বলাটা একটু কঠিন কাজ আমার জন্য ’। অতীতে করাচি কিংসের সঙ্গে গিবস এবং বাবর দুজনেই যুক্ত ছিলেন।
এদিকে পাক ক্রিকেটার কামরান আকমল বলেন, বাবর আজমকে দিয়ে ওপেনিং করানোর সিদ্ধান্তটা সঠিক নয়। এর জন্য দলের কম্বিনেশনও নষ্ট হচ্ছে, একই সঙ্গে বাবর নিজেও নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। টেস্ট থেকে ওডিআই, ব্যাটিংয়ে সাম্প্রতিক সময় ধারাবাহিকতার অভাব দেখা যাছে বাবরের।
পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান অবশ্য বাবর আজমের পাশে দাঁড়াচ্ছেন। রিজওয়ানের মতে, ‘বাবর পাকিস্তানের হয়ে অনেক রান করেছে। তাই আমরা প্রতি ম্যাচেই যেন আশা করি ও শতরান করুক। কিন্তু আমরা যদি ওর থেকে অতিরিক্ত চাহিদা না রাখি, তাহলে বুঝতে পারব ও কিন্তু নিজের অবদান দলে রেখেই চলেছে । অতীতে ও যা যা করেছে, তাতে ওর থেকে আমি অনেক ভালো কিছু আশা রাখি। দঃ আফ্রিকাতেও ও রান করেছে। আমি আশাবাদী ও ফর্মে ফিরবে ’।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :