AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিরাটের নামে পাকিস্তানে স্লোগান!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিরাটের নামে পাকিস্তানে স্লোগান!

আগামী বৃহস্পতিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু ভারতের। প্রতিযোগিতার অন্যতম সেরা দল হিসেবেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। বুমরাহ না থাকলেও টিম ইন্ডিয়া সম্প্রতি ইংল্যান্ড সিরিজের দলের শক্তির জানান দিয়ে দিয়েছে। টি২০ সিরিজে বছরের শুরুতেই ইংল্যান্ডকে ৪-১ হারায় ভারত। এছাড়া ভারত শেষ দুই আইসিসি সিমিত ওভারের ফরম্যাটের ইভেন্টে ফাইনালিস্ট।    

এছাড়া কদিন আগেই ভারতীয় দল ইংল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছে। সেই সিরিজে দুটি অর্ধশত এবং একটি শতরান করেন শুভমান গিল।সেই সিরিজে রোহিত শতরান করেন। শ্রেয়াস আইয়ার দুটি হাফ সেঞ্চুরি করেন। আর বহু প্রতীক্ষার পর অবশেষে রানের দেখা পান কিং কোহলি।    

ভারতীয় দলের সেরা তারকা বিরাট কোহলি ৫২ রান করেছিলেন তৃতীয় ওডিআই ম্যাচে। বিরাটের ফর্মে ফেরা আইসিসি ইভেন্টের আগে স্বস্তি দিয়েছে দলকে। রোহিত গম্ভীর আশ্বস্ত হয়েছেন বিরাটের ফর্মে। এদিকে প্রতিযোগিতা যতই এগিয়ে আসছে বিরাটকে নিয়ে উত্তেজনা যেন ততই বেড়ে চলেছে ।

পাকিস্তান থেকে এবারে চ্যাম্পিয়নস ট্রফির ভারতের সব ম্যাচ সরে গেছে দুবাইতে। তবু পাকিস্তানে কোহলির ফ্যান ফলোয়িং বাকিদের ধরা ছোঁয়ার বাইরে। সম্প্রতি এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, করাচির স্টেডিয়ামের বাইরে সমর্থকরা বিরাটের নামে জয়ধ্বনি দিচ্ছে। ভিডিওটি নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচের। খেলা দেখতে আসা দর্শকরা অনেকে ভারতকে সমর্থন না করলেও বিরাট নামে তারা অজ্ঞান।

করাচির মাঠের বাইরে ওঠে বিরাট জিন্দাবাদ স্লোগানও। আর কোনো ভারতীয় ক্রিকেটারকে নিয়ে বিদেশের মাটিতে এই ক্রেজ কিন্তু নেই তা বলাই যায়। আর অস্ট্রেলিয়া দলের একাধিক ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যাওয়ায় ভারতই এখন এই প্রতিযোগিতার সবথেকে বড় দাবিদার।

আর সেখানে বিরাটের ব্যাট যদি চলতে শুরু করে তাহলে যে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাও সহজ হয়ে উঠবে, তা বলাই যায়। আর তার ফ্যানরাও চান কোহলির স্পেশাল মোমেন্টের সাক্ষী হতে এই প্রতিযোগিতায়। কারণ গতবার কোহলির ভারত ফাইনালে উঠেও হেরে যায় পাকিস্তানের কাছে।
 

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!