চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ভাল ফল এনে দিবে এমনটাই আশা স্টিভ স্মিথের। দল নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক খুব একটা চিন্তিত নন। শ্রীলঙ্কার সাথে সিরিজ হার নিয়েও ভাবছেন না তিনি। দলে অনেক পরিবর্তন করা হয়েছে বলে স্মিথ মনে করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়তে গিয়ে সমস্যায় পড়ে অস্ট্রেলিয়া। মূল দলের পাঁচ জন ক্রিকেটারকে ছাড়া দল ঘোষণা করতে হয়েছে। প্যাট কামিন্স, জস হেজলউড এবং মিচেল স্টার্কের মতো তিন জন পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না অস্ট্রেলিয়া। সেই সঙ্গে মার্কাস স্টোইনিস এবং মিচেল মার্শের মতো দুই অলরাউন্ডারও দলের সাথে থাকছেন না। সে সব নিয়ে যদিও চিন্তিত নন স্মিথ।
দলের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে স্মিথ বলেন, “দলে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। অধিনায়ক হিসাবে আমার দায়িত্ব সঠিক সময়ে তাদের থেকে সেরাটা বার করে আনা। দলের প্রতিটা বোলার আলাদা। বেন ডোয়ারশিউস এবং স্পেনসার জনসন বল সুইং করানোর চেষ্টা করছে। শন অ্যাবটের লেংথ দুর্দান্ত। নাথান এলিস গতির হেরফের করতে পারে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনারদের বেশি দাপট দেখা যাবে বলে মনে করা হচ্ছে। দলের স্পিনারদের উপরেও ভরসা রাখছেন স্মিথ। তিনি বলেন, “আমাদের দলে দু’জন স্পিনার রয়েছে। অ্যাডাম জাম্পা এবং তনভির সাঙ্গা খুবই ভাল বোলার। তা ছাড়া ম্যাথু শর্ট, গ্লেন ম্যাক্সওয়েলের মতো বোলারেরা রয়েছে যারা প্রয়োজনে বল করতে পারে।”
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে তারা। লাহোরে হবে এই ম্যাচ। রাওয়ালপিণ্ডিতে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচ ২৫ ফেব্রুয়ারি। গ্রুপের শেষ ম্যাচ খেলতে আবার লাহোর যাবে অস্ট্রেলিয়া। সেখানে ২৮ ফেব্রুয়ারি তারা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :