ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৬ হাজার রানের বিশ্ব রেকর্ডে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলার সঙ্গী হলেন পাকিস্তানের বাবর আজম।চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আমলার রেকর্ড স্পর্শ করেন বাবর। আমলার মত ১২৩ ইনিংসেই ৬ হাজার রান পূর্ণ করেন বাবর।
২০০৮ সালে অভিষেকের পর ২০১৫ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ১২৬ ম্যাচের ১২৩ ইনিংসে ৬ হাজার রান পূর্ণ করেছিলেন আমলা।ফাইনাল ম্যাচের আগে বাবরের ওয়ানডে পরিসংখ্যান ছিলো- ১২৫ ম্যাচের ১২২ ইনিংসে ৫৯৯০ রান। ৬ হাজার রান থেকে ১০ রান দূরে ছিলেন তিনি।
প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে চার মেরে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। রেকর্ড গড়া ইনিংসে শেষ পর্যন্ত ২৯ রানে থেমে যায় বাবরের ব্যাট। ৩৪ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন বাবর।পাকিস্তানের একাদশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর।
৬ হাজারে না পারলেও দ্রুততম ৫ হাজার রানে আমলাকে টপকে রেকর্ডের মালিক হয়েছিলেন বাবর। ৯৭ ইনিংসে ওয়ানডেতে ২০২৩ সালে ৫ হাজার রান পূর্ন করেছিলেন বাবর। ১০১ ইনিংসে ৫ হাজার রান করে ২০১৫ সালে রেকর্ড গড়েছিলেন আমলা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :