AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তালহার যে আশা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তালহার যে আশা

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। 

ভারতের সাথে ম্যাচ মানেই কথার লড়াই। শক্তিমত্তার বিচারে টেক্কা দিয়েই টিম ইন্ডিয়ার বিপক্ষে গত কয়েক বছর ধরে ব্যাটে বলে ভালো জবাব দিচ্ছে বাংলাদেশ। আর এবারে সেই লড়াইয়ে বাংলাদেশই জিতবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের।

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয় তালহা। সেখানে সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে সাবেক এই টাইগার পেসার বলেন, ‘ইন্ডিয়ার সাথে যখনই খেলি এমন একটা আশা থাকে যাই খেলি শেষ পর্যন্ত যায়। তবে ফিনিশিংটা হয়তোবা করতে পারিনা। আমি আশা করছি ওই ফিনিশটা এবার করতে পারব।’ তবে পাকিস্তানকে হারানোর প্রসঙ্গে তালহা বললেন, ‘পাকিস্তানকে হারানোটা সম্ভব।’

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরুর পর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!