হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ মূহুর্তে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। গত বুধবার করাচিতে দলের সাথে অনুশীলন চলাকালীন ইনজুরিতে পড়েন সিয়ার্স।
তার পরিবর্তে নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার জ্যাকব ডাফি। সিয়ার্সের ছিটকে যাওয়া নিয়ে নিউজিল্যান্ড প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘সত্যিকারার্থেই আমরা সবাই সিয়ার্সের কঠিন অবস্থা অনুধাবন করতে পারছি। বড় কোন ইভেন্ট শুরুর আগ মুহুর্তে ছিটকে পড়া সবসময়ই কঠিন। তার জন্য আরও বেশি কঠিন কারণ এবারই প্রথম আইসিসির ইভেন্টে খেলতে নামতো সিয়ার্স।’
দলের সাথে বর্তমানে পাকিস্তানেই আছেন ডাফি। গতরাতে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে বল হাতে ৭ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট তুলে নেন ডাফি। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় কিউইরা।
লুকি ফার্গুসনের ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের দলে নেওয়া হয়েছিলো ডাফিকে। ২০২২ সালে ওয়ানডে অভিষেকের পর ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিনি।
দেশের হয়ে ১৮ টি-টোয়েন্টিতে ১৯ উইকেট আছে ডাফির। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিনই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :