রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে নিজের সেরা ছন্দ যেনো পাচ্ছিলেন না এমবাপ্পে।অবশেষে সেই ছন্দ পেলেন কিন্তু ছন্দ পেতে কিছুটা দেরি হয়েছিল এমবাপের। নেশনস লিগের গ্রুপ পর্বে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলতে নামে ফ্রান্স। কিন্তু এমবাপ্পে জাতীয় দলের জার্সিতে দলে ফিরছেন মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম এমনটাই জানালেন।
নিজের সেরা ছন্দে না থাকার কারণে ইটালি এবং ইসরায়েলের বিরুদ্ধে তাকে ছাড়াই দল গঠন করেন ফ্রান্সের কোচ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশম বলেন, “এমবাপ্পে র খেলায় অনেকটা উন্নত হয়েছে। তাই ওকে রেখেই দল গঠন করা হবে।”
কোচ আরও বলেন, “পিঠের ব্যথা, ইউরোতে নাকের হাড় ভেঙে যাওয়া এমবাপ্পের শরীর ও মনের ওপর প্রভাব ফেলেছিল। তা ছাড়া রিয়াল মাদ্রিদ মানিয়ে নেওয়ার ব্যাপারটাও ছিল। এই কারণেই ওর ছন্দে ফিরতে কিছুটা সময় লেগেছে। এখন সব ঠিক হয়ে গিয়েছে।’’
ফ্রান্সের জার্সিতে ৮৬ ম্যাচে ৪৮ গোল করেছেন এমবাপ্পে । প্রাথমিক ভাবে রিয়াল মাদ্রিদে সমস্যা হলেও ইতিমধ্যে ছন্দ ফিরে পেয়েছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৫ ম্যাচে মোট ২৩ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর যোগ্যতা অর্জন ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধেও গোল করেন এমবাপ্পে।
২০২৬ বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়বেন দেশম। ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি, নতুন কোচ হবেন কিংবদন্তি জিনেদিন জিদান। যদিও দেশম নিশ্চিত নন।
এ ব্যাপারে দেশম বলেন, ‘‘জিদান ফ্রান্সের কোচ হওয়ার যোগ্য ব্যক্তি। কিন্তু আমি এখনও নিশ্চিত নই, ও রাজি হবে কি না।’’
২০২৬ বিশ্বকাপের পরে ফরাসি দলের দায়িত্ব ছাড়ার কারণও ব্যাখ্যা করেছেন দেশম। তার কথায়, ‘‘ক্লান্ত হয়ে পড়েছি বলে ফ্রান্সের দায়িত্ব ছাড়ছি না। আমি মনে করি, আমার কাজ শেষ। প্রত্যেক ভাল জিনিসই একটা সময় শেষ হয়।’’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :