আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হারলো আফগানিস্তান। গতরাতে লাহোরে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ১৪৪ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করে পাকিস্তান শাহিনস। হুসাইন তালাত ৭০ ও মহসিন রিয়াজ ৬১ রান করেন। বল হাতে আফগানিস্তানের ফরিদ আহমেদ ৩টি, নূর আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই ২টি করে উইকেট তুলে নেন।
জবাবে, পাকিস্তান শাহিনসের বোলারদের তোপে ৩৮ দশমিক ৪ ওভারে ১৭০ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে রহমত শাহ ৪৩, ইব্রাহিম জাদরান ৩৯, মোহাম্মদ নবি ২৪, ইকরাম আলিখিল ১৭ ও নাঙ্গোলিয়া কারোতি ১০ রান করেন। এছাড়া আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি।
আগামীকাল করাচিতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।এবারই প্রথবারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ আটের মধ্যে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে আফগানরা। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ছিলো আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে আফগানরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :