AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

আর মাত্র ১ দিন পর পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১৬ ফেব্রুয়ারি) নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করা হয়। এই জার্সিতে বাংলাদেশের পতাকার মূল থিম লাল-সবুজের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

জার্সি উন্মোচনের এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকে।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন- টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়াও দেখা যাবে অনলাইন স্ট্রিমিং টফি অ্যাপে। ধারা বিবরণী শোনা যাবে রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এ। তাছাড়াও বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চল থেকে আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভি-তে বিনামূল্যে খেলা দেখা যাবে প্রতিটি ম্যাচ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!