AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খারাপ সময় কাটছেই না সাকিবের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
খারাপ সময় কাটছেই না সাকিবের

সময়টা  ভালো যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের। গত বছর থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত এই অলরাউন্ডার।

এর আগে সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষিত হয়। ইসিবির সেই দাবিতে শিলমোহর পড়েছে চেন্নাইতে দ্বিতীয়বার বোলিং পরীক্ষাতেও সাকিব ব্যর্থ হওয়ায়। ফলে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগেই আর শাকিব বোলিং করতে পারছেন না। আর ব্যাটে তিনি রানের মধ্যেও নেই। এই অবস্থায় এবার তাকে আর রিটেন করল না মেজর লিগ ক্রিকেটের ক্লাবও।

মেজর লিগ ক্রিকেটে সাকিব আল হাসান খেলতেন শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি  লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে। কিন্তু সম্প্রতি এলএকেআরের তরফে যে রিটেনশন লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে তিনজনের। তারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বাঁহাতি অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সর জনসন। ছেড়ে দেওয়া হয়েছে ডেভিড মিলার, জেসন রয়, অ্যাডাম জাম্পাদের মতো তারকাদেরও। 

এদিকে নাইট রাইডার্সের মতোই অন্যান্য এমএলসির দলও রিটেনশন লিস্টে দেখিয়েছে চমক। যেমন অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ধরে রাখেনি সানফ্রানসিসকো ইউনিকর্ন। ট্র্যাভিস হেডকে ছেড়ে দিয়েছে ওয়াশিংটন ফ্রিডম। কারণ জুন মাসে যখন এমএলসি হবে তখন অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তাই এই ক্রিকেটারদের পাওয়া যাবে না।

প্রসঙ্গত ১৯ ফেব্রুয়ারি রয়েছে মেজর লিগ প্লেয়ার্স ড্রাফট। এখন দেখার সেখান থেকে দল পান কিনা শাকিব আল হাসান। গত মৌসুমে মেজর লিগে একটি উইকেট নেওয়া এবং ৬০ রান করা সাকিব বর্তমানে খেলছেন শুধুই ব্যাটার হিসেবে। তিনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পাননি খেলার।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!