AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রির সিদ্ধান্ত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রির সিদ্ধান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’সপ্তাহ আগে থেকেই ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। ৩ ফেব্রুয়ারি থেকে টিকিট কিনতে শুরু করেন দর্শকেরা। দ্রুত সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এ বার ভারতের ম্যাচে অতিরিক্ত টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ভারতের তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই অতিরিক্ত টিকিট বিক্রি করা হবে। 

আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ও ২ মার্চ ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হবে। রবিবার স্থানীয় সময় রাত ১২টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। ভারতের দর্শকেরা সোমবার দুপুর দেড়টা থেকে টিকিট কিনতে পারবেন। 

শুধু ভারতের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ নয়, দুবাইয়ে প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি শুরু হবে। ওই একই সময়ে দর্শকেরা টিকিট কিনতে পারবেন। তবে প্রথম পর্যায়ে খুব কম টিকিটই বিক্রি করা হবে। এখন ফাইনালের টিকিট বিক্রি হবে না। কারণ, ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল হবে পাকিস্তানে। তাই সেমিফাইনাল শেষ হওয়ার পরেই ফাইনালের টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।

দ্বিতীয় পর্যায়ে টিকিটের দাম কতা রাখা হয়েছে তা জানায়নি আইসিসি। তবে প্রথম পর্যায়ে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১২৫ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ২৯০০ টাকার কাছাকাছি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছে। সেখানেই বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

 

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

Link copied!