খেলা শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দেখে বোঝা যাচ্ছিল, যথেষ্ট বিরক্ত তিনি। তৃতীয় আম্পায়ারের তিনটি রান আউট নিয়ে সিদ্ধান্ত মানতে পারছিলেন না তিনি। এই তিনটি সিদ্ধান্তই গিয়েছে দিল্লি ক্যাপিটালসের পক্ষে। তা যদি মুম্বাইয়ের পক্ষে থাকত তা হলে খেলা জিতত মুম্বাই।
মুম্বাইয়ের বিরুদ্ধে ১৬৫ রান তাড়া করতে নেমে একটা সময় সমস্যায় পড়েছিল দিল্লি। সেই সময় একের পর এক রান আউটের সুযোগ তৈরি হয়। ১৮তম ওভারে বল মেরে এক রান নেওয়ার চেষ্টা করেন শিখা পান্ডে। তাকে ফেরত পাঠান নিকি প্রসাদ। শিখা ক্রিজে ঢোকার সময়ই সরাসরি থ্রোয়ে উইকেট ভেঙে দেন মুম্বাইয়ের ফিল্ডার। রান আউটের আবেদন করেন হরমনপ্রীতেরা।
রিপ্লে দেখে বোঝা যাচ্ছিল, উইকেটে যখন আলো জ্বলে উঠেছে, তখনও শিখা জে ঢুকতে পারেননি। কিন্তু তৃতীয় আম্পায়ার গায়ত্রী বেণুগোপালন আরও অপেক্ষা করেন। রিপ্লেতে দেখা যায়, দু’টি বেল উইকেট থেকে সরে যাওয়ার আগে অবশ্য শিখা ক্রিজ়ে ঢুকে গিয়েছেন। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নেন, দু’টি বেল সরার আগে ব্যাটার ক্রিজে ঢোকায় তিনি আউট হননি। এই সিদ্ধান্ত দেখে অবাক হয়ে যান হরমনপ্রীত। মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলেন তিনি। বোঝা যাচ্ছিল, তিনি খুশি হতে পারেননি।
১৯তম ওভারে আবার সেই ঘটনা ঘটে। এ বার রাধা যাদবের বিরুদ্ধে রান আউটের আবেদন হয়। রাধার ব্যাট ক্রিজে ঢুকলেও হাওয়ায় ছিল। কিন্তু দু’টি বেল ভাঙার আগে তা ক্রিজে ঢুকে যায়। তিনিও আউট হননি। পরের বলেই রাধা একটি ছক্কা মারেন। সেই ছক্কা না হলে দিল্লি ম্যাচ জিততে পারত না।
ম্যাচ জিততে শেষ বলে ২ রান দরকার ছিল দিল্লির। অরুন্ধতী রেড্ডি দৌড়ে দু’রান নেন। ডাইভ দিয়ে ক্রিজে ঢোকার চেষ্টা করেন অরুন্ধতী। সে বারও একই রকমের ঘটনা হয়। আবার ব্যাট ক্রিজে পুরো ঢোকার আগে এলইডি আলো জ্বললেও তৃতীয় আম্পায়ার গায়ত্রী দু’টি বেল সরার অপেক্ষা করেন। ফলে অরুন্ধতীও আউট হননি। ম্যাচ জিতে যায় দিল্লি।
তৃতীয় আম্পায়ার গায়ত্রীর সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমনকি, খেলা চলাকালীন ধারাভাষ্যকারেরাও অবাক হন। আইসিসির ৪.২ ধারায় বলা হয়েছে, “যদি স্টাম্পে এলইডি আলো থাকে তা হলে যে মুহূর্তে আলো জ্বলে উঠবে সেই মুহূর্তকেই প্রথম ফ্রেম হিসাবে ধরা হবে। কারণ, উইকেট থেকে বেল সরে গেলে তবেই আলো জ্বলে। পরের ফ্রেমগুলিতে দেখা যাবে বেল উইকেট থেকে পুরো সরেছে কি না।”
এই নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। বেল জ্বলে ওঠার মুহূর্তে ব্যাটার ক্রিজ়ে ঢুকেছেন কি না তা দেখা হয়। কিন্তু গায়ত্রী তা দেখেননি। তিনি অপেক্ষা করেছেন দু’টি বেল পুরোপুরি সরার। ফলে বিতর্ক হওয়ারই কথা। এখন দেখার এই বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিল কোনও পদক্ষেপ করে কি না।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :