AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে দেয়নি বোর্ড, তার পরেও পছন্দের খাবার খেলেন বিরাট!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে দেয়নি বোর্ড, তার পরেও পছন্দের খাবার খেলেন বিরাট!

অস্ট্রেলিয়ার কাছে হারের পর কড়া পদক্ষেপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা নির্দেশ দিয়েছে, ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। তার পরেও দুবাইয়ে নিজের পছন্দের খাবার খেলেন বিরাট কোহলি। কী ভাবে? 

রবিবার দুবাই ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলন করে ভারতীয় দল। অনুশীলনে দেখা যায়, স্থানীয় এক ম্যানেজারের সঙ্গে কথা বলছেন কোহলি। তার পরেই ওই ম্যানেজার মাঠ থেকে বেরিয়ে যান। কিছু ক্ষণ পরে হাতে কয়েকটি খাবারের প্যাকেট নিয়ে ঢোকেন তিনি। সেগুলি কোহলির হাতে দেন। জানা গিয়েছে, নিজের পছন্দের একটি রেস্তরাঁ থেকে খাবার আনান কোহলি। অনুশীলন শেষে যখন বাকিরা নিজেদের কিট ব্যাগ গোছাতে ব্যস্ত, তখন কোহলি মাঠে বসেই খাবার খান। বাসেও একটি প্যাকেট নিয়ে ওঠেন তিনি। 

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, সঙ্গে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। বোর্ডের নিয়োগ করা কয়েক জন রাঁধুনি দলের সঙ্গে গিয়েছেন। তারাই ক্রিকেটারদের খাবারের দিকে নজর রাখবেন। আগে কোহলি বিদেশ সফরে গেলে তাঁর সঙ্গে দু’জন রাঁধুনি যেতেন। তারাই কোহলির পছন্দের খাবার রান্না করে দিতেন। কিন্তু দুবাইয়ে তাদের নিয়ে যেতে পারেননি ভারতীয় ক্রিকেটার। তার পরেও পছন্দের খাবার খেলেন কোহলি।    

অনুশীলনে দীর্ঘ ব্যাট করেন কোহলি। তাঁকে বল করছিলেন মহম্মদ শামি ও অর্শদীপ সিংহ। কোহলির নজর ছিল অফ স্টাম্পে। বার বার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হন কোহলি। সেই দুর্বলতা সারানোর চেষ্টা করছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল মারার চেষ্টাই করেননি তিনি। কভার ড্রাইভ, কাট, পুলের দিকেই নজর ছিল তাঁর। মাটিতে বল রাখার চেষ্টা করছিলেন ভারতের ব্যাটার। তাঁর নেটের পিছনেই দাঁড়িয়েছিলেন গম্ভীর। তিনি নজর রাখছিলেন কোহলির দিকে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!