১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। এ বার আয়োজক দেশ পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে কি দলের অন্দরের পরিবেশ ভাল নেই? দলে কি ভাঙন ধরেছে? এক সাবেক ক্রিকেটারের কথায় তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে ফাহিম আশরফকে। তাকে নেওয়ায় নাকি খুশি হতে পারেননি অধিনায়ক মহম্মদ রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলেছে পাকিস্তান। তার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচে ফাহিমকে নতুন বল দেননি রিজওয়ান। এমন একটি সময়ে বল দিয়েছেন, যখন পাকিস্তানের হার নিশ্চিত।
সেই ম্যাচে ব্যাট হাতেও মাত্র ২২ রান করেছেন ফাহিম। পরে বল হাতে ২.২ ওভারে দিয়েছেন ১৬ রান। রিজওয়ানের এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠছে, দলের অলরাউন্ডারকে কেন ব্যবহার করলেন না তিনি। তবে কি ফাহিমকে দলে চাইছেন না পাকিস্তানের অধিনায়ক।
জল্পনা বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তিনি বলেন, “রিজওয়ানকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ফাহিমকে নিয়ে ও সন্তুষ্ট নয়। ফাহিমকে দলে ও চাইছে না। তাই ওকে বল দেয়নি। মাত্র দু’ওভার করিয়েছি। তখন তো খেলা পাকিস্তান হেরেই গিয়েছিল। রিজওয়ান বোঝাতে চাইছে, ফাহিম ওর দলের গুরুত্বপূর্ণ সদস্য নয়। এই ছবিটা কিন্তু ভাল নয়।”
পাকিস্তানের দল নির্বাচন নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। ওয়াসিম আকরামের মতো সাবেক অধিনায়কও ফাহিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে কি দলের অন্য কোনও সিনিয়র ক্রিকেটারের ঘনিষ্ঠ হওয়ায় সুযোগ পেয়েছেন ফাহিম। সেটাই কি মানতে পারছেন না রিজওয়ান? প্রশ্ন উঠছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :