নতুন নজিরের সামনে বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। ২৬৩ রান করতে পারলে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেবেন তিনি।চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন কোহলি। এই প্রতিযোগিতায় ১৩টি ম্যাচ খেলে ৮৮.১৬ গড়ে কোহলির সংগ্রহ ৫২৯ রান। সর্বোচ্চ অপরাজিত ৯৬। চ্যাম্পিয়ন্স ট্রফির রান সংগ্রাহকদের তালিকায় তিনি এখন রয়েছেন ১১তম স্থানে। বিশ্বরেকর্ড গড়তে হলে ১০ জনের রান টপকাতে হবে তাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব চেয়ে বেশি রান রয়েছে গেইলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ১৭টি ম্যাচ খেলে করেছেন ৭৯১ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। ২২টি ম্যাচে তার সংগ্রহ ৭৪২ রান। তৃতীয় স্থানে শিখর ধাওয়ান। ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির ১০টি ম্যাচে করেন ৭০১ রান। তালিকায় চতুর্থ স্থানে কুমার সাঙ্গাকারা। ২২টি ম্যাচে ৬৮৩ রান রয়েছে তার। পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক ১৩টি ম্যাচে করেছেন ৬৬৫ রান। ষষ্ঠ স্থানে জ্যাক কালিস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ১৭টি ম্যাচে করেন ৬৫৩ রান। তালিকায় সপ্তম স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৯টি ম্যাচে করেছেন ৬২৭ রান। অষ্টম স্থানে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ১৮টি ম্যাচে ৫৯৩ রান করেছেন। তার পর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের শিবনারাইন চন্দ্রপাল। তিনি ১৬টি ম্যাচ খেলে করেছেন ৫৮৭ রান। তালিকায় দশম স্থানে রয়েছেন সনৎ জয়সুরিয়া। ২০টি ম্যাচ খেলে তিনি করেছেন ৫৩৬ রান। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের পর রয়েছেন কোহলি।
বিশ্বরেকর্ড গড়তে হলে ১০জন প্রাক্তন ক্রিকেটারকে টপকাতে হবে কোহলিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তার ব্যাটে ধরা দিতে পারে নতুন নজির।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :