AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক, যে সব বিষয়ে আলোচনা হয়েছে বিসিবি সভাপতির


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক, যে সব বিষয়ে আলোচনা হয়েছে বিসিবি সভাপতির

হঠাৎ করেই সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বসলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কোনও আগাম বার্তা ছাড়াই কেন এমন বৈঠক, তা নিয়ে উঠে নানা গুঞ্জন। তবে বিষয়টা যে ‍গুরুত্বপূর্ণ, তা নিয়ে হয়তো কোনও সন্দেহ ছিল না।বিপিএল বিতর্কসহ নানা কারণে আলোচনায় দেশের ক্রিকেট। এসব সমস্যা সমাধানের জন্য জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ।  

সোমবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলায় এমন একটি বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

রাজিন সালেহ বলেন, প্রেসিডেন্ট ফারুক ভাইকে ধন্যবাদ, আমাদের আমন্ত্রণ জানানোয়। তার সঙ্গে আমাদের মূলত বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে কীভাবে বিপিএলটা আরও ডেভেলপ করা যায় ও ক্রিকেটের উন্নতি করা যায়, এসব নিয়েই কথা হয়েছে। আমরা ৫-৬ জন ছিলাম। মোবাইলে আরও ২-৩ জন ছিলেন। 

তিনি বলেন, আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারব টুর্নামেন্টটা। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওই হিসেবে কথা বলা হয়েছে।

বিপিএল ছাড়াও এনসিএল টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রাজিন। সাবেক এই অধিনায়ক বলেন, শুধু বিপিএল নয়, এনসিএল টি-টোয়েন্টিটা কীভাবে আরও ডেভেলপ করা যায়, প্রথম শ্রেণির ক্রিকেটটা কীভাবে আরও ইম্প্রুভ করা যায়, এসব পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে কথা হয়েছে। আসলে সময় কম ছিল। আগামীতে ফারুক ভাই হয়তো আবারও ডাকবেন। সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট কীভাবে এগিয়ে নেওয়া যায়। 

প্রথম শ্রেণির ক্রিকেটের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করি প্রথম শ্রেণির ক্রিকেটকে। এটা কীভাবে ডেভেলপ করা যায়। এর সঙ্গে ডিস্ট্রিক্ট যে টুর্নামেন্টটা আছে, সেসব ক্রিকেটাররা কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে সম্পৃক্ত হতে পারে। কীভাবে আরেকটা টুর্নামেন্ট খেললে তারা প্রথম শ্রেণিতে ইনভলব হতে পারে, এসব নিয়ে কথা হয়েছে। 

 একুশে সংবাদ/ এস কে

Link copied!