AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতক্ষীরায় অ্যাথলেটিকস-ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
সাতক্ষীরায় অ্যাথলেটিকস-ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই শ্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ‍‍`তারুণ্যের উৎসব-উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আজ সকালে খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বি.বি.কে কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন মন্ডল, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্রদাস পরামানিক, রাজনগর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রোকনুজ্জামান, বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জহুরুল হক, কাশেমপুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আমির হোসেনসহ আরও অনেকে।

এসময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

Link copied!