আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারনোর চেয়ে ট্রফি জয়ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাকিস্তানের সহ-অধিনায়ক সালমান আগা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে এক সাক্ষাৎকারে সালমান বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে না পারলে ভারতের বিপক্ষে জয়ের কোন মূল্য নেই। ভারতকে হারানোর চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বেশি গুরুত্বপূর্ণ।
সংস্কার কাজ শেষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, ‘আমাদের খুব ভালো দল আছে। সম্প্রতি ভালো করছে তারা। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই মূল লক্ষ্য নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও হারাতে হবে। পুরো দেশ তোমাদের পাশে আছে।’
শরিফের সুরে কথা বলেছেন পাকিস্তানের অনেক সাবেক খেলোয়াড়ও। কিন্তু তাদের সাথে একমত নন পাকিস্তান দলের সহ-অধিনায়ক সালমান। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ সম্পূর্ণ অন্য রকম হয়। অনেকে বলেন এটাই বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ। তবে আমার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা ভারতকে হারাতে চাই। কিন্তু আমরা যদি তাদের কাছে হেরে যাই এবং তারপরও টুর্নামেন্ট জিততে পারি সেটা হবে আরও বড় অর্জন।’
ভারতের বিপক্ষে নিজেদের সেরা পারফরমেন্স উজার করে দিতে চান সালমান। তিনি বলেন, ‘সবাই চায় আমরা এই ম্যাচে (ভারতের বিপক্ষে) জয় পাই। আমরা এটি জয়ের জন্য চেষ্টা করবো। আমিও ঐ ম্যাচে ভালো পারফর্ম করার চেষ্টা করবো।’
২৯ বছর পর পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে আইসিসির কোন ইভেন্ট। সর্বশেষ ১৯৯৬ সালে ভারত ও শ্রীলংকার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিলো পাকিস্তান। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় উচ্ছসিত সালমান।
তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দারুন উত্তেজিত। দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাহোরের একজন বাসিন্দা হিসেবে আমার নিজের শহরে ট্রফি উঁচিয়ে ধরা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। পাকিস্তান দলের শিরোপা জয়ের সামর্থ্য আছে।’
১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ‘এ’ গ্রুপে ভারত ও বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :