চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুরু হওয়া বিতর্কে ধামা চাপা দেওয়ার চেষ্টা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসলে পিসিবির তরফে দায় ঝেড়ে ফেলতে আইসিসির কোর্টে বল ঠেলে দেওয়া হয়। অর্থাৎ, এক্ষেত্রে আইসিসির নির্দেশেই এমন বিতর্কের সূত্রপাত, এমনটাই ইঙ্গিত পাক বোর্ডের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ৭টি দলের পতাকা চোখে পড়ে। অনুপস্থিত শুধু ভারতের পতাকা। শুধু করাচিতেই নয়, বরং ভারতের পতাকা নেই লাহোরের নতুনভাবে সাজিয়ে তোলা গদ্দাফি স্টেডিয়ামেও।
কোনও আইসিসি ইভেন্টে সব দলের পতাকাকেই গুরুত্ব দেওয়া উচিত আয়োজকদের। তাই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় জোর বিতর্ক। বাধ্য হয়েই এই বিষয়ে মুখ খোলে পিসিবি।
পিসিবি থেকে জানানো হয় যে, আইসিসির নির্দেশিকা মেনে চলছে তারা। তাই পাকিস্তানের যে তিনটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা হবে, সেখানে ভারতের পতাকা দেখা যাবে না। ম্যাচের দিন স্টেডিয়ামে শুধু মাত্র চারটি পতাকা দেখা যাবে। আইসিসি, আয়োজক পিসিবি এবং সম্মুখসমরে নামা দুই দেশের পতাকাই শুধু স্থান পাবে স্টেডিয়ামে।
পিসিবির মুখপাত্র এই বিষয়ে বলেন, ‘বিষয়টা একেবারে পানির মতো পরিস্কার। আইসিসির নির্দেশ যে, ম্যাচের দিন শুধুমাত্র চারটি পতাকা রাখতে হবে স্টেডিয়ামে। আইসিসি, আয়োজক পিসিবি এবং ম্যাচ খেলা দুই দেশের পতাকাই শুধু দেখা যাবে।’
ম্যাচের দিন চারটি পতাকা দেখতে পাওয়ার বিষয়টি ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নয়। তবে ম্যাচের আগে যখন স্টেডিয়ামে বাকি ৭টি দেশের পতাকা রয়েছে, শুধুমাত্র ভারতের পতাকা কেন নেই, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি আয়োজকদের কাছ থেকে।
তবে বুঝে নিতে অসুবিধা হয় না কারণটা। সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায় স্টেডিয়ামে ভারতের পকাতা রাখা হয়নি। আসলে ভারতীয় দল পাকিস্তানের কোনও স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে না। রোহিতরা টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ খেলবেন দুবাইয়ে।
একমাত্র ভারতীয় দলের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। অর্থাৎ, ২টি দেশে আয়োজিত হচ্ছে এবারের মিনি বিশ্বকাপ। পাকিস্তানে খেলতে যাবে না বলেই টিম ইন্ডিয়ার ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ম্যাচ কেন্দ্রের ব্যবস্থা করতে হয়েছে। না হলে পুরো টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :