AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্যান্টোসে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
স্যান্টোসে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার

সৌদি আরব ছেড়ে কয়েক সপ্তাহ আগেই তিনি নিজের দেশে ফিরেছেন। ছোটবেলার ক্লাব স্যান্টোসে যোগ দিয়েছেন। সেই ক্লাবের হয়ে প্রথম গোল করলেন নেইমার। তার পরেই বার্সেলোনা ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। সেই নিয়ে কথা বলেছেন নেইমারের বাবাও।    

রবিবার রাতের ম্যাচে সাও পাওলোর ক্লাব আগুয়া সান্তার বিরুদ্ধে ৩-১ জিতেছে স্যান্টোস। নেইমার একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। যদিও এই ম্যাচেও তিনি পুরো ৯০ মিনিট খেলতে পারেননি, যা তার ফিটনেস নিয়ে আবার প্রশ্ন তুলেছে।  

এ দিকে, নেইমারের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের একাধিক সংবাদমাধ্যম। তাদের দাবি, স্যান্টোসে ছ’মাসের চুক্তি নেইমারের। তা সম্পূর্ণ করে পরের গ্রীষ্মেই বার্সেলোনায় যোগ দিতে পারেন তিনি। নিজে কতটা ফিট এবং এখনও ফুটবলকে কিছু দেওয়ার বাকি রয়েছে তার, এটা বোঝাতেই নাকি স্যান্টোসে ফিরেছেন তিনি। ঘনিষ্ঠদের দাবি, এখনও ইউরোপে খেলতে মরিয়া নেইমার।  

তবে আপাতত এই সম্ভাবনা নস্যাৎ করেছেন নেইমার সিনিয়র। বলেছেন, “আমরা এখানে (ব্রাজিলে) পাঁচ মাসের জন্য আসিনি। স্যান্টোসের দলটাকে নতুন করে সাজিয়ে দিতে এসেছি। কী ভাবে তারা আবার ফুটবলের মূলস্রোতে ফিরতে পারে, তা বোঝাতে এসেছি। এখন ক্লাবের কঠিন সময় চলছে। তার মধ্যেও ওরা নেইমারকে ফিরিয়ে এনেছে।”

এই স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। ২০১৪-২০১৭ পর্যন্ত খেলেছিলেন। ২০১৫ সালে ক্লাবের হয়ে ত্রিমুকুট জিতেছিলেন। নীল-লাল জার্সি গায়ে ১৮৬টি ম্যাচে ১০৫টি গোল করেছিলেন। ছিল ৭৬টি অ্যাসিস্টও। এর পর রেকর্ড অর্থে যোগ দেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে।  

একুশে সংবাদ/ এস কে

Link copied!