চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগে ঘোর দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফিরে গেলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। প্রাক্তন প্রোটিয়া তারকার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মর্কেল দুবাই থেকেই জরুরি ভিত্তিতে দেশে ফেরার বিমান ধরেন। মর্কেলের পিতা প্রয়াত হয়েছেন। সেই কারণেই তড়িঘড়ি ভারতীয় শিবির ছাড়েন প্রোটিয়া তারকা। তিনি কবে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন, সেই বিষয়ে নিশ্চিত কোনও খবর নেই। আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে মর্কেল ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা, সেই বিষয়েও রয়েছে সংশয়। সুতরাং, বোলিং কোচকে ছাড়াই মিনি বিশ্বকাপে মাঠে নামতে হতে পারে রোহিত শর্মাদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতীয় দল এই মুহূর্তে আমিরশাহিতে রয়েছে। রোহিত শর্মারা দুবাইয়ে পৌঁছে অনুশীলনও শুরু করেছেন। টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাক্টিস সেশনে মর্কেল উপস্থিত ছিলেন। তবে সোমবার অনুশীলনের সময় ভারতীয় দলের সঙ্গে দেখা যায়নি বোলিং কোচকে।
২০ ফেব্রুয়ারি, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিনে ভারত তাদের অভিযান শুরু করবে। দুবাইয়ের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল কোনও অনুশীলন ম্যাচে মাঠে নামছে না। তবে বাংলাদেশ সোমবার তাদের প্র্যাক্টিস ম্যাচে একতরফাভাবে পরাজিত হয় পাকিস্তান-এ দলের কাছে।
বাংলাদেশ ছাড়া গ্রুপ লিগে ভারতীয় দল মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। ২ মার্চ দুবাইয়েই লিগের তৃতীয় তথা শেষ ম্যাচে রোহিত শর্মাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
উল্লেখযোগ্য বিষয় হল, গ্রুপ লিগে একটি ম্যাচ হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা নিতান্ত কঠিন হয়ে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়ার সামনে। ভারতীয় দল অবশ্য ভালো মতোই প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে পরাজিত করেন রোহিত শর্মারা।
আরও ইতিবাচক দিক হল, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেটারদের প্রায় সকলেই ছন্দে রয়েছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিল ভারতীয় শিবির। তবে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিধ্বংসী শতরান করেন রোহিত শর্মা। পরে আমদাবাদের তৃতীয় ওয়ান ডে ম্যাচে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :