AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী ডিপিএল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী ডিপিএল

বেশ কয়েকদিন আগেই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ব্যস্ততা শেষ হয়েছিল । তবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নতুন প্রধান কোচ সারোয়ার ইমরানের অধীনে অনুশীলন করতে দেখা গেছে নারী ক্রিকেটারদের। 

আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সকাল ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও নতুন দল মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। মিরপুর বয়েজের নেতৃত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন,  ‍‍`অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার হয়। কারণ আমরা সবসময় এমন ক্রিকেটের মধ্যে থাকতে পারি না। আমি আমার ক্যারিয়ারে ২০১১ সালের পর এই প্রথম লিগ ম্যাচ খেলছি মিরপুরে। আবার ঘরোয়া লিগে না খেললে মানে পরিমাণ যদি বেশি না হয় তাহলে ক্রিকেটাররা নিজেদের চ্যালেঞ্জে ফেলতে পারে না জাতীয় দলের প্রতিযোগিতায় আসতে।‍‍`

ডিপিএলকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট দাবি করে জ্যোতি বলেন, ‍‍`এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ সামনেই বিশ্বকাপ বাছাইপর্ব। আমরা চারদিনের একটা ক্যাম্প করেছিলাম সেখানে সবাইকে বলা হয়েছে যেন এই আসরটা বাছাইপর্বে চোখ রেখেই আমরা তৈরি হই।‍‍`

একুশে সংবাদ/ এস কে

Link copied!