আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-র ওমান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে তৈরি হল নতুন ইতিহাস। ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওমান। প্রথমে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে প্রতিপক্ষকে মাত্র ১২২ রানে অলআউট করে দেয়। এর জবাবে ওমান ২৫.৩ ওভারে ৬৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৭ রানে ম্যাচটি জিতে ইতিহাস গড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।
ওমানের স্পিনাররা ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। দলের দুই স্পিনার শাকিল আহমেদ ও জয় ওদেদ্রা বোলিং উদ্বোধন করেন। বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপের প্রথম তিন ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দেন।
প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র চার উইকেট হারিয়ে ফেলে। এরপর মিলিন্দ কুমার কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, তিনি ৮২ বলে ৪৭ রান করেন। তবে অন্যান্য ব্যাটারদের কাছ থেকে তেমন কোনও সহায়তা পাননি, এবং কেউই ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে যুক্তরাষ্ট্রের ইনিংস ১২২ রানে গুটিয়ে যায়।
শাকিল আহমেদ ২০ রানে ৩ উইকেট শিকার করেন। জয় ওদেদ্রা সাত ওভারে ২৩ রানে ১ উইকেটশিকার করেন। সমায় শ্রীবাস্তব (লেগ-স্পিনার) ৭ ওভারে ৪১ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। এছাড়া আমির কালিম (স্লো লেফট-আর্ম) অধিনায়ক মনাঙ্ক প্যাটেল (০) ও সাইতেজা মুক্কামাল্লা (২)-এর উইকেট শিকার করেন।
ওমানের টানা দ্বিতীয়বার শুধুমাত্র স্পিন বোলাররাই ইতিহাস গড়েছে। এই ম্যাচটি ছিল ওয়ানডে ইতিহাসের মাত্র দ্বিতীয় ম্যাচ যেখানে ইনিংসের ছয় ওভারের বেশি সময়ে শুধুমাত্র স্পিনাররা বল করেছেন। উল্লেখযোগ্যভাবে, এর আগেও এই কীর্তি গড়ে ওমানই। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ৩৩.১ ওভারে ওমান কোনও পেস বোলার ব্যবহার করেনি, যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা।
সম্পূর্ণ স্পিন দিয়ে ওমানকে ৬৫ রানে অলআউট করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ওমানের ইনিংসে যুক্তরাষ্ট্রও চমকপ্রদ সিদ্ধান্ত নেয়। তারা একটিও পেসার ব্যবহার না করে পুরো ইনিংস জুড়ে শুধুমাত্র স্পিন দিয়ে বোলিং করে। এই কৌশল দারুণভাবে কাজ করে, এবং ওমান মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায়।নোস্থুশ কেনজিগ ছিলেন দুর্দান্ত, তিনি ৭.৩ ওভারে ৫/১১ নেন।
ম্যাচে মোট ১৯টি উইকেট স্পিনাররা নেন, বাকি একটি রান-আউট হয়। এই ম্যাচে স্পিনারদের আধিপত্য ওয়ানডে ইতিহাসে স্পিনারদের দ্বারা সর্বোচ্চ উইকেট নেওয়া ম্যাচগুলোর মধ্যে অন্যতম হয়ে রইল।
এই জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র টুর্নামেন্টের শীর্ষে উঠে এসেছে, আর ওমান রয়েছে দ্বিতীয় স্থানে। এই প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করবে কোন দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা পাবে।
পুরুষদের ওয়ানডেতে সবচেয়ে কম রান সফলভাবে ডিফেন্ড করা স্কোর
১) ১২২ - মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে ওমান, আজ ২০২৫
২) ১২৫ - ভারত হারিয়েছে পাকিস্তান, ১৯৮৫
৩) ১২৭ - ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ইংল্যান্ড, ১৯৮১
৪) ১২৯ - দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ইংল্যান্ড, ১৯৯৬
৫) ১২৯ - জিম্বাবোয়ে হারিয়েছে আফগানিস্তান, ২০১৭
(সংক্ষিপ্ত ওভারের ম্যাচ ছাড়া)
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :