২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে দুবাইয়ে অনুশীলনে ব্যস্ত রোহিতরা। এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে জিতে বেশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। তবে মিনি বিশ্বকাপে খেলতে নামার আগে কোনও খামতি রাখতে চাইছে না তারা।
রবিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইয়ে প্রথম অনুশীলন শুরু করে ভারত। সোমবারও বেশ অনেক্ষন প্রশিক্ষণ চলে। ভারতের জন্য এই প্রতিযোগিতা শুরু আগে সবচেয়ে স্বস্তির খবর হল ব্যাট হাতে রানে ফিরেছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। আশা করাই যায় যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামাল করে দেখাবেন হিটম্যান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে নেটে বেশ জোর দিচ্ছেন রোহিত শর্মা। একই সঙ্গে মজা করতে দেখা যায়। বরাবরই নিজের হাসিখুশি স্বভাবের জন্য পরিচিত তিনি। দুবাই থেকে সেই রকমই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক লোকাল ফাস্ট বোলারের প্রশংসা করছেন তিনি। বিশেষ করে তার ইনসুইং ইয়র্কার দেখে মুগ্ধ রোহিত। সেই ফাস্ট বোলারের নাম আওয়াইস আহমেদ। সম্প্রতি তিনি বর্ষীয়ান পেসার মহম্মদ আমিরের কাছে প্রশিক্ষণ নেন।
রোহিত আহমদকে একজন ‘ক্লাস বোলার’ হিসাবে উল্লেখ করেছেন। তিনি আহমেদকে দেখে বলেন, ও ক্লাস বোলার। তবে তুমি তো ইনসুইং ইয়র্কার দিয়ে আমার পা ভাগ্যে ঠিক করেছিলেন।’ তবে দু’জনই একে অপরের সঙ্গে খেলতে পেরে খুশি। শেষে তিনি ধন্যবাদ জানান আহমেদকে তাঁদের বোলিং করে সাহায্য করার জন্য।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ভারত তাদের অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি। মুখোমুখি হবে বাংলাদেশের। ভারত-পাক হাইভল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত সে দেশে সফরে যেতে রাজি হয়নি। সেই কারণে রোহিতদের সব ম্যাচ আয়োজিত হবে দুবাইতে। ভারত প্রতিযোগিতায় গ্রুপ এ-তে রয়েছে।
সেখানে একই সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান। এবারের টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নামছে পাকিস্তান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :