ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কড়া বিধিনিষেধ আরোপ করেছিল ভারতের ক্রিকেটারদের ওপর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর বিসিসিআই ১০টি শর্ত জারি করেছিল। এর মধ্যে অন্যতম ছিল ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটানোর নিয়ম।এনডিটিভি
আগামীকাল শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিসিসিআই প্রথমে কঠোর অবস্থান নিলেও, সাম্প্রতিক তথ্যানুযায়ী কিছুটা শিথিলতা আনতে যাচ্ছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং সেমিফাইনাল বা ফাইনালের একটি ম্যাচে ক্রিকেটাররা চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘জাগরণ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই তাদের কড়া সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে। সূত্রমতে, ক্রিকেটাররা এক ম্যাচের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে রাখার অনুমতি পাবেন।
এর আগে অস্ট্রেলিয়া সিরিজের সময় একজন ক্রিকেটারের ২৭টি লাগেজ নেয়ার বিষয়টি আলোচনায় আসে। ওই লাগেজের মধ্যে তার ব্যক্তিগত সহকারী ও পরিবারের সদস্যদের মালামাল ছিল। এরপর বিসিসিআই নিয়ম করে যে কোনো ক্রিকেটার ১৫০ কেজির বেশি মালামাল নিলে বাড়তি অর্থ খরচ করতে হবে নিজেকেই।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ‘বি’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত, এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :