বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচটি শুরু হয়েছে। তবে তার আগে ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এই টুর্নামেন্টের আট দলের রেটিং প্রকাশ করেছেন। তার রেটিং অনুযায়ী, নিউজিল্যান্ড ও ভারত এই টুর্নামেন্টের সেরা দল, আর স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশকে তিনি সবচেয়ে দুর্বল দল হিসেবে দেখছেন।
রবিচন্দ্রন অশ্বিন নিউজিল্যান্ড ও ভারতকে ১০০-এর মধ্যে ৮৫ করে রেটিং দিয়েছেন এবং তাদেরকে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে ওঠার সম্ভাব্য দল হিসেবে বেছে নিয়েছেন। এই গ্রুপে পাকিস্তান ও বাংলাদেশও রয়েছে। তবে তিনি মনে করেন, যদি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ দলে থাকতেন, তাহলে ভারতের রেটিং ৯০ হতে পারত।
রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি ভারতকে ৮৫ দেব। যদি বুমরাহ দলে থাকত, তাহলে আমি ৯০ দিতাম, কারণ তাঁর উপস্থিতিতে ভারত পুরোপুরি আলাদা দল হয়ে যায়। আমার একমাত্র উদ্বেগ হল, ভারতের সব ম্যাচই দুবাইয়ে। ধরা যাক, আমরা তিনটি টসই হারলাম এবং প্রতিবার প্রথমে ব্যাট করতে হল। দুবাইয়ের দিনে ও রাতে খেলার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ফলে যদি প্রতিপক্ষ রাতে ব্যাট করে, তাহলে এই ৮৫ রেটিং কমতে শুরু করবে।’ অশ্বিন পাকিস্তানকে মাত্র ৫৫ পয়েন্ট দিয়েছেন, আর বাংলাদেশকে সবচেয়ে নীচে ৪০ পয়েন্টে রেখেছেন।
নিউজিল্যান্ড এবং ভারতকে সেরা দুই দল হিসেবে বেছে নেওয়ার যথেষ্ট কারণ আছে। নিউজিল্যান্ড দুর্দান্ত প্রস্তুতি নিয়েছে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলার পর ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপসরা তিনটি ম্যাচেই জিতে অপরাজিত থেকে শিরোপা ঘরে তুলেছিল। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন অসাধারণ ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর আগে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি হাফ-সেঞ্চুরি করেছিলেন।
সেই ম্যাচে গ্লেন ফিলিপস ৭৪ বলে অপরাজিত ১০৬ রান করেন, আর ড্যারিল মিচেল দুটি হাফ-সেঞ্চুরি করেন। অন্যদিকে, পাকিস্তানের হয়ে মহম্মদ রিজওয়ান ও সলমন আঘা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেন, যেখানে দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিটজকে আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই দুটি ইনিংসে ১৫০ ও ৮৩ রান করেন।
ভারত বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হোয়াইট-বল সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে দলটি। টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জেতার পর, ভারত ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। ভারতের তরুণ ওপেনার শুভমন গিল ২৫৯ রান করেছেন ৮৬.৩৩ গড়ে, যেখানে তৃতীয় ওয়ানডেতে তিনি সেঞ্চুরি করেন।
সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৩৫৬ রান তোলে এবং ১৪২ রানে জয় পায়। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জয়ের পর এটি ছিল তাদের ব্যাটিং শক্তিমত্তার বড় প্রমাণ। এছাড়া শ্রেয়স আইয়ার ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন, আর দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মার সেঞ্চুরিটি সিরিজের অন্যতম সেরা ইনিংস ছিল।
বল হাতে রবীন্দ্র জাদেজা ১০ গড়ে ৬টি উইকেট নিয়েছেন, যার ইকোনমি রেট ছিল মাত্র ৩.২১। শুধু আদিল রশিদ তার চেয়ে বেশি উইকেট (৭টি) নিয়েছেন।
গ্রুপ ‘বি’ থেকে অশ্বিন ইংল্যান্ড (৮১) ও অস্ট্রেলিয়া (৭৮)-কে সেমিফাইনালে ওঠার জন্য বেছে নিয়েছেন। ভারতের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে ওয়ানডে সিরিজে হেরেছিল ইংল্যান্ড, তবে অশ্বিন মনে করেন, জোস বাটলারের নেতৃত্বাধীন দলটি বিশ্বের যে কোনও শীর্ষ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে। আকর্ষণীয় বিষয় হল, ৩৮ বছর বয়সি অশ্বিন আফগানিস্তানকে ৭০ পয়েন্ট দিয়ে পঞ্চম স্থানে রেখেছেন। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া দক্ষিণ আফ্রিকাকে তিনি ৬৮ পয়েন্ট দিয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :