চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইনজুরিতে পড়েছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। ম্যাচের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন এই পাক ওপেনার। প্রথম বলটি গুডলেন্থে করেছিলেন শাহীন আফ্রিদি, সেই বল ঠেকিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটার উইল ইয়াং। পরের বলটি খানিকটা ফুললেন্থে থাকায় কাভার ড্রাইভ করে ৩ রান নেন ইয়াং। সেই বলেই ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন ফখর জামান। বাউন্ডারির কাছে বল কুড়িয়ে ফেরত পাঠানোর পরেই ব্যথা অনুভব করে বিজ্ঞাপন বোর্ডের কাছে বসে পড়েন তিনি।
তার শারীরিক অবস্থার ইঙ্গিত দিতে গিয়ে তিনি জানান, ফিল্ডিং চালিয়ে যাওয়া সম্ভব নয়। টিভি ফুটেজ অনুযায়ী, তিনি কোমরের পেশিতে ব্যথা অনুভব করছেন। তার পরিবর্তে ফিল্ডিংয়ে নেমেছেন কামরান গুলাম।
চোট পাওয়ার পর ফখরের মাঠের পাশেই কিছুক্ষণ চিকিৎসা চলে। তবে তাতেও সুস্থ হয়ে মাঠে ফেরার মতো অবস্থায় ছিলেন না তিনি। ফলে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তার এই ইনজুরি পাকিস্তান দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে, সাইম আইয়ুবের অনুপস্থিতিতে ফখরের ব্যাটিংয়ে অনেকটা নির্ভর করছিল দল। তাছাড়া অধিনায়ক বাবর আজমের অফফর্মের কারণে তার ওপর আরও বেশি ভরসা ছিল দলের।
তবে এখনই ফখর জামানকে ছিটকে ফেলার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ব্যাটিং ইনিংসের আগে তার হাতে কিছুটা সময় রয়েছে সেরে ওঠার জন্য। তিনি সেই সময়ের মধ্যে ফিট হতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
অন্যদিকে, এই ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তি ফিরিয়েছে পেসার হারিস রউফের প্রত্যাবর্তন। ত্রিদেশীয় সিরিজে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে, যার ফলে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের একাদশেই জায়গা পেয়েছেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :