AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩০ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা

টাইগারদের পেস ইউনিটকে দীর্ঘ দিন ধরে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন-মোস্তাফিজরা। এর মাঝেই গতির ঝড় তুলে আলোচনায় এসেছেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তরুণ পেসার। তাই ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্র বিন্দুতে নাহিদ।ভারত ম্যাচ দিয়ে আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এদিন সংবাদ সম্মেলনে সবার আগ্রহের তুঙ্গে ছিলেন টাইগার সেনসেশন নাহিদ রানা। গতিময় এই পেসারকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ভারতসহ বিদেশি সাংবাদিকরা। 

নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, অবশ্যই দেখেন রানা যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনও মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।

রানার প্রশংসা করে টাইগার অধিনায়ক বলেন, মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি। এটা আমি পছন্দ করি।

তিনি আরও বলেন, আমি চাইব সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে। আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও ২-৩জন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!