পাকিস্তানের পেসার হাসান আলি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন। তাঁর দাবি, পিসিবি-র তরফ থেকে যুব ওপেনার সইম আয়ুবকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যা অন্য খেলোয়াড়েরা পান না। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেও, পিসিবি তার পুনর্বাসন প্রক্রিয়ায় অতিরিক্ত গুরুত্ব দিয়েছে বলে অভিযোগ করেছেন হাসান আলি।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের নায়ক ছিলেন হাসান আলি। কিন্তু তিনি পিসিবির এমন আচরণ দেখে অসন্তুষ্ট। তার মতে, ২০২০ সালে যখন তিনি নিজে চোটে পড়েছিলেন, তখন তাকে এমন বিশেষ সুবিধা দেওয়া হয়নি।সইম আয়ুব তার কেরিয়ারের শুরুর দিকেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকা সফরের সময় গোড়ালির চোট পেয়ে তিনি ১০ সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
২২ বছর বয়সি এই ওপেনার অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় টানা দুটি ওয়ানডে সেঞ্চুরি এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন তিনি।
তবে তার চোট পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় শূন্যতা তৈরি করেছে। ফলে ফর্মহীন বাবর আজমকে ওপেনিংয়ে পাঠানো হয়েছে ফখর জামানের সঙ্গে, যদিও বাবর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি। এরপরে যেভাবে সইম আয়ুবের দেখা শোনা করা হচ্ছে তাতেই চটেছেন হাসান আলি।
পিসিবির ওপর রেগে গিয়ে হাসান আলি বলেন, ‘সইম আয়ুব কি ভারতের হয়ে খেলে?’ পিসিবির এই পক্ষপাতিত্ব নিয়ে হাসান আলি মুখ খুলেছেন ‘আল্ট্রা এজ’ পডকাস্টে। পাকিস্তানের পেসার বলেন, ‘সইম আয়ুব আহত হয়েছে, সে কি দলের খেলোয়াড় নয়? আমি কি ২০২০ সালে দলের সদস্য ছিলাম না? অন্য কোনও খেলোয়াড় আহত হলে, সে কি দলের অংশ নয়? সে কি ভারতের হয়ে খেলে?’
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে হাসান আলি আর পাকিস্তানের হয়ে ওডিআই খেলতে পারেননি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাকে নেওয়া হয়নি। এবার তিনি সইম আয়ুবকে নিয়ে বলেন, ‘আপনারা সইম আয়ুবকে ভিআইপি সুবিধা দিচ্ছেন।’ পাকিস্তান দলে সুযোগ না পাওয়া হাসান আলি আরও বলেন, ‘আপনারা সইম আয়ুবকে ভিআইপি সুবিধা দিচ্ছেন। ভবিষ্যতে কেউ আহত হলে কি তাকেও একই সুবিধা দেবেন? না, দেবেন না। তাহলে আপনারা এখানে এমনটা করছেন কেন?’
তবে পিসিবির সমালোচনা করলেও, সইম আয়ুবের সুস্থতা কামনা করেছেন হাসান আলি। তিনি বলেন, ‘আল্লাহ তাকে সুস্থতা ও ফিটনেস দিক, এবং সে পাকিস্তানের জন্য অনেক ম্যাচ জেতাক। তবে প্রত্যেক উত্থানের একটা পতন থাকে। যদি সে আবার আহত হয়, তখন কি তাকে একই সুবিধা দেওয়া হবে? না, দেওয়া হবে না।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :