নিউজিল্যান্ডের কাছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া করেছিল পাকিস্তান। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে এখানেও ব্যর্থ স্বাগতিকরা। ঘরের মাঠে হার দিয়ে আসর শুরু করল মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে উড়তে থাকা কিউইরা ৬০ রানের বড় জয়ে সেমির সমীকরণ সহজ করল। কারণ, তাদের ঘরের মাঠের কন্ডিশন বুঝে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাবর-রিজওয়ানদের বিধ্বস্ত করে উড়ন্ত শুরু পেয়েছে নিউজিল্যান্ড। আর হার দিয়ে শিরোপা ঘরে রাখার মিশন শুরু হলো পাকিস্তানের।
উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। যার ফলে নিউজিল্যান্ড তুলে নিয়েছে ৬০ রানের জয়।বড় লক্ষ্য তাড়া করার ম্যাচে পাকিস্তানের হয়েওপেনিংয়ে নামেন বাবর আজম ও সৌদ শাকিল। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। ১৯ বলে মাত্র ৬ রান করেই উইলিয়াম ও`রর্কের শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌদ শাকিল। তার বিদায়ে ৮ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান।
সৌদ শাকিলের বিদায়ের পর জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে বেশিদূর এগোনোর আগে এই জুটিকে থামিয়ে নিউজিল্যান্ডকে স্বস্তি এনে দেন উইলিয়াম ও`রর্কে। তার দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান। আউট হওয়ার আগে করেন ১৪ বলে ৩ রান। তার বিদায়ে ভাঙে ১৪ রানের জুটি।
মোহাম্মদ রিজওয়ান ফিরে গেলে ফখর জামানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন বাবর আজম। এই জুটিতে ভর করে ঘুরে দাড়ানোর চেষ্টা করে পাকিস্তান। থীতু হয়েও আজ নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন ফখর জামান। ৪১ বলে ২৪ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।
এরপরেই ক্রিজে আসেন সালমান আগা। তাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে রাখেন বাবর আজম। একপ্রান্ত আগলে রেখে কিউইদের বিপক্ষে ৮১ বলে অর্ধশতক তুলে নেন বাবর। ওয়ানডে ক্যারিয়ারের ৩৫ তম অর্ধশতক।বাবরের পর অর্ধশতকের পথে ছিলেন সালমান আগা। সালমান আগা এদিন ব্যাটিং করেছেন কিছুটা টি-টোয়েন্টি মেজাজে। ২৮ বলে ৪২ রান করে নাথান স্মিথের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ হয়ে ফেরেন এই ব্যাটার।
তাহির ফেরেন ১ রান করেই। স্যান্টনারের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। এক প্রান্ত আগলে রেখে এগোতে থাকা বাবর আজমকে থামান স্যান্টনার। ৯০ বলে ৬৪ রান করা বাবর আউট হন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে।
শাহীন আফ্রিদি ১৩ বলে করেন ১৪ রান। অন্যদিকে একাই দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন খুশদিল শাহ। তবে তাকে শেষ পর্যন্ত থামতে হয়েছে ৬৯ রানে। ও’রোর্কের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ব্রেসওয়েলের হাতে ধরা পড়েন এই ব্যাটার।এরপর ১০ বলে ১৯ রান করে ফেরেন হ্যারিস রউফ। নাসিম শাহ আউট হন ১৫ বরে ১৩ রান করে। শেষ পর্যন্ত ১৬ বল বাকি থাকতে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ও ও’রোর্কে নেন ৩টি করে উইকেট।
এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন উইল ইয়াং ও টম লাথাম। অর্ধশতক তুলে নিয়েছেন গ্লেন ফিলিপসও। জোড়া শতকও এক অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :