চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ। গেল কয়েক বছরে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা গেছে। দুবাইয়ের উইকেটে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, সেটির ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
দুবাইয়ের উইকেট স্পিনারদের জন্য সহায়ক হতে পারে, তাই ভারত তিনজন স্পিনিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামতে পারে। একইসঙ্গে, তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বাংলাদেশকে চাপে ফেলতে পারে।
সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, যখন বিপক্ষ দল তিনজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামে, তখন তো কোনো কথা হয় না। তখন তো কেউ বলে না যে ওরা ৬ পেসার নিয়ে খেলতে নেমেছে। আমাদের দলে ২ স্পিনার এবং ৩ অলরাউন্ডার রয়েছে। আমি ব্যাপারটা একেবারেই ৫ স্পিনার হিসেবে দেখছি না।
রোহিত আরও যোগ করেন, এই তিনজন অলরাউন্ডার ব্যাট এবং বল দুটোই করতে পারেন। বাকি দলগুলো তো পেস বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামছে। তখন তো আপনারা কেউ প্রশ্ন করেন না যে কেন ৬ পেসার নিয়ে মাঠে নেমেছেন?
চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে রোহিত বলেন, নির্বাচকদের মাথায় একটাই পরিকল্পনা ছিল, যে ক্রিকেটাররা ব্যাট এবং বল দুটোই করতে পারে, একমাত্র তাদেরই এই স্কোয়াডে সুযোগ দেয়া হবে। শুধুমাত্র ব্যাট কিংবা বল করতে পারলে, কাজ হবে না।
ভারত অধিনায়কের এই বক্তব্যের পর ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের দলে থাকার আভাস পাওয়া গেছে। এই দুইজনের সঙ্গে রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের থাকাও প্রায় নিশ্চিত।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ শামি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :