AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৪০ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই টপ অর্ডারের  ব্যাটারকে হারাল বাংলাদেশ। সৌম্য সরকারের পর নাজমুল হোসেন শান্তও শূন্য রানে সাজঘরে ফিরেন। এর পর মিরাজও ক্রিজে বেশি সময় থাকতে পারেনি। ফলে তিন উইকেট হারিয়ে বিপদে পরেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ  ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৭ রান। এই ১১ রানই এসেছে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা।রানের খাতা খোলার আগেই আজ সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। ৫ বল খেলে কোনো রান না করেই মোহাম্মদ শামির শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

সৌম্য সরকারের মতো আজ ব্যর্থ ছিলেন টাইগার অধিনায়খ নাজমুল হোসেন শান্তও। সৌম্যর মতো তিনিও শূন্য রান করেই ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

আজকের ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। একাদশে তিন পেসার তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। দুই স্পিনার হলেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। একাদশে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখেনি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচেও খেলেননি তিনি।

এদিকে ভারতের একাদশে জায়গা হয়নি আর্শদিপ সিংয়ের। তার জায়গায় মোহাম্মদ শামিকে নিয়েছে ভারত। ভারতের একাদশে মোট তিন স্পিনার হলেন- কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা।

 

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!